Solution
Correct Answer: Option A
- মানুষের মস্তিষ্ক প্রধানত তিনটি ভাগে বিভক্ত: ১. অগ্রমস্তিষ্ক (Forebrain), ২. মধ্যমস্তিষ্ক (Midbrain), এবং ৩. পশ্চাৎমস্তিষ্ক (Hindbrain)।
- সেরেব্রাম (Cerebrum) হলো অগ্রমস্তিষ্কের প্রধান এবং সবচাইতে বড় অংশ, যা গুরুমস্তিষ্ক নামেও পরিচিত।
- অগ্রমস্তিষ্ক তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত: ক) সেরেব্রাম, খ) থ্যালামাস এবং গ) হাইপোথ্যালামাস।
- এই অংশটি মানুষের চিন্তা, বুদ্ধি, স্মৃতিশক্তি, ইচ্ছাশক্তি এবং ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
- অপশনে থাকা অন্য অংশগুলোর মধ্যে সেরেবেলাম ও পনস্ হলো পশ্চাৎমস্তিষ্কের অংশ এবং কর্পোরা (কর্পোরা কোয়াড্রিজেমিনা) মধ্যমস্তিষ্কের অংশ।