Solution
Correct Answer: Option B
- গ্রিক শব্দ Ethos এবং Logos থেকে Ethology শব্দটি এসেছে যার অর্থ চরিত্র বা অভ্যাস এবং জ্ঞান।
- প্রাণিবিজ্ঞানের যে বিশেষ শাখায় প্রাণির স্বভাব, চরিত্র এবং আচরণ বা Animal Behaviour নিয়ে আলোচনা করা হয় তাকে Ethology বলে।
- Entomology হলো প্রাণিবিজ্ঞানের একটি শাখা যেখানে পোকামাকড় (Insects) নিয়ে বিস্তারিত অধ্যয়ন করা হয়।
- Ecology হলো জীববিজ্ঞানের একটি শাখা যেখানে জীব এবং তাদের পরিবেশের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, যাকে বাংলায় বাস্তুসংস্থান বলা হয়।
- Toxicology হলো বিষক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান, যেখানে বিষ, বিষাক্ত পদার্থ এবং জীবদেহে তাদের প্রভাব নিয়ে গবেষণা করা হয়।