পরিণত মানুষের কঙ্কালতন্ত্র কয়টি অস্থি নিয়ে ঘটিত?
Solution
Correct Answer: Option B
- জন্মের সময় মানব শিশুর দেহে প্রায় ২৭০-৩০০টি হাড় থাকে, যা পরবর্তীতে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে একে অপরের সাথে জোড়া লেগে সংখ্যায় কমে যায়।
- একজন পূর্ণবয়স্ক মানুষের কঙ্কালতন্ত্র মোট ২০৬টি হাড় নিয়ে গঠিত।
- মানব কঙ্কালতন্ত্র প্রধানত দুটি ভাগে বিভক্ত: অক্ষীয় কঙ্কাল (Axial Skeleton) এবং উপাঙ্গীয় কঙ্কাল (Appendicular Skeleton)।
- অক্ষীয় কঙ্কালে মোট ৮০টি হাড় থাকে যা মাথা, মেরুদণ্ড এবং বুক নিয়ে গঠিত।
- উপাঙ্গীয় কঙ্কালে মোট ১২৬টি হাড় থাকে যা হাত, পা এবং কোমরের অংশের হাড়গুলো নিয়ে গঠিত।