Solution
Correct Answer: Option A
- আর্থ্রোপোডা (Arthropoda) হলো প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব।
- সমগ্র প্রাণীজগতের প্রায় তিন-চতুর্থাংশ প্রাণীই এই পর্বের অন্তর্ভুক্ত।
- এদের দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট এবং দেহ খণ্ডিত।
- এই পর্বের প্রাণীদের দেহে কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল থাকে যা তাদের রক্ষা করে।
- চিংড়ি, কাঁকড়া, মাছি, তেলাপোকা এবং বিভিন্ন ধরণের কীটপতঙ্গ এই পর্বের উদাহরণ।
- প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হলো মলাস্কা (Mollusca)।