সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে। (Translate in English)
A He talks after knowing everything.
B He talks like he knows everything.
C He talks knowing everything.
D He talks as if he knew everything.
Solution
Correct Answer: Option D
- প্রদত্ত বাক্যটি Present Indefinite Tense-এ রয়েছে এবং 'সে এমনভাবে কথা বলে' -এই অংশের মাধ্যমে কারো আচরণের একটি কাল্পনিক বা অবাস্তব তুলনা করা হচ্ছে।
- গ্রামারের নিয়ম অনুযায়ী, যদি কোনো বাক্যে As if বা As though থাকে এবং তার আগের অংশটি Present Indefinite Tense-এ হয়, তবে পরের অংশটি Past Indefinite Tense হতে হয়।
- এই নিয়মটিকে Unreal Past বা Subjunctive Mood বলা হয়, যেখানে কর্তা এমন কিছু ভান করে যা আসলে সত্য নয়।
- অপশন ৪-এ "He talks" (Present Indefinite) এবং "as if he knew everything" (Past Indefinite)-এর গঠনটি সঠিক।
- অন্যদিকে, অপশন ২ "He talks like he knows everything" কথ্য ভাষায় প্রচলিত হলেও গ্রামার অনুযায়ী পুরোপুরি নিখুঁত নয় এবং অপশন ১ ও ৩ বাক্যের সঠিক অর্থ প্রকাশ করে না।
- তাই, সঠিক অনুবাদ হলো: He talks as if he knew everything.