প্রাচীনকালে সমতট বলতে বোঝানো হতো কোন অঞ্চলকে?
Solution
Correct Answer: Option B
- প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদ হলো সমতট।
- চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং-এর বিবরণ অনুযায়ী, এই জনপদটি ছিল কামরূপের দক্ষিণে অবস্থিত একটি নিম্নভূমি।
- ভৌগোলিক অবস্থান বিচারে বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে প্রাচীন সমতট জনপদ গঠিত ছিল।
- মেঘনা নদীর পূর্ব তীরের নিচু ও আর্দ্র ভূমিকে কেন্দ্র করেই মূলত এই প্রাচীন জনপদটি গড়ে ওঠে।
- এই জনপদটির রাজধানী ছিল বড় কামতা, যা বর্তমানে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কাছাকাছি অবস্থিত বলে ধারণা করা হয়।