একজন বিক্রয়কর্মীর মূল বেতন ২৫০ টাকা। সে তার মোট বিক্রয়ের ওপর ১৫% কমিশন পায়। যদি সে মোট ১০০০ টাকা আয় করতে চায় তাহলে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে?

A ৫০০০ 

B ৬০০০

C ৭০০০

D ৮০০০

Solution

Correct Answer: Option A

বিক্রয়কর্মীর মূল বেতন ২৫০ টাকা
বিক্রয়ের ওপর কমিশন পেতে হবে = ১০০০ - ২৫০ = ৭৫০ টাকা

১৫ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে ১০০ টাকা
১ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে ১০০/১৫ টাকা
৭৫০ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে (১০০ × ৭৫০)/১৫ = ৫০০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions