বাংলাদেশ কত বার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে?

 

A ২ বার

B ৩ বার

C ১ বার

D ৪ বার

Solution

Correct Answer: Option A

- স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদে বাংলাদেশ এ পর্যন্ত দুবার সদস্যপদ লাভ করে। 
- প্রথমবার সদস্যপদ লাভ করে ১০ নভেম্বর, ১৯৭৮ (১৯৭৯-৮০ মেয়াদে) এবং দ্বিতীয়বার ১৪ অক্টোবর, ১৯৯৯ সালে (২০০০-২০০১ মেয়াদে)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions