সেচ নির্ভর ধান কোনটি?

A হীরা

B বোরো

C আউশ

D আমন

Solution

Correct Answer: Option B

* বাংলাদেশের প্রধান খাদ্য শস্য/কৃষিজ পণ্য— ধান
* বর্তমানে ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে— তৃতীয়।
* দেশের মোট জমির শতকরা ৭০% জমিতে ধান উৎপাদন হয়।
* বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হয় বোরো ধান।
* দেশে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়- রংপুরে।
* কিছু উন্নত জাতের ধানের মধ্যে- বাংলামতি, সোনার বাংলা, ব্রিশাইল, ব্রি-৬২, ব্রি-৮১ থেকে ব্রি— ৮৫, ইরাটম— ২৪, ষ্টীয় ময়না, মুক্তা, মোহিনি, আশা, সুফলা, চান্দিনা অন্যতম।
* বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) উদ্ভাবিত প্রথম জিংক সমৃদ্ধ ধান- ‘ব্রি- ৬২।
* বাংলাদেশের প্রধান প্রধান ধানের মধ্যে- বোরো, আউশ, আমন, হীরা ইত্যাদি অন্যতম।
* আমন ধান কাঁটার সময় কার্তিক-অগ্রহায়ণ।
* উত্তরবঙ্গের মঙ্গা এলাকার জন্য উপযোগী- বি-আর৩৩ ।
* দক্ষিণ বঙ্গের লবণাক্ততা সহিষ্ণু ধান- বিনা-৮।
* দেশে সোনালি ধান উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
* সবচেয়ে বেশি চালকল আছে- নওগাঁ জেলায়।
* এক ধানে দুই চাল আবিষ্কারক- মকবুল হোসেন (ঝিনাইদহ)।
* সাধারণত সেচ নির্ভর ধান বোরো ধান। [বাংলাদেশের প্রধান ধান]
* বোরো ধান বোনা হয় কার্তিক মাসে ও কাটা হয় বৈশাখ-জৈষ্ঠ্য মাসে।
* আউশ ধান কাঁটার সময় বর্ষাকাল বলে একে আষাঢ়ী ধানও বলা হয়। [বুনন চৈত্র-বৈশাখ
* আমন ধান দুই প্রকার। যথা: ১) রোপা আমন ও ২) বোনা আমন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions