Solution
Correct Answer: Option D
উন্নতমানের ফসলের জাতঃ
» মরিচ - যমুনা।
» পুঁইশাক - সবুজ, চিত্রা।
» আলু - ডায়মন্ড, কার্ডিনাল, কুফরী, সিন্দুরী।
» বাঁধাকপি - ড্রামহেড, কে ওয়াই ক্রস, অ্যাটনাম- ৭০, গোল্ডেন ক্রস, গ্রীন এক্সপ্রেস।
» তরমুজ - পদ্মা, মধুবালা (হলদে জাতের তরমুজ)।
» বেগুন - শুকতারা, খটখটিয়া, দোহাজারী, কাজলা, নয়নতারা, উত্তরা, তারাপুরী, শিংনাথ, ইসলামপুরী।
» কলা - অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীটজবা, অমৃতসাগর,বেহুলা, মন্দিরা, কাপাসি, কাঁঠালী, চিনিচম্পা, মৃতসাগর, সবরী, চাঁপা, কবরী, সিঙ্গাপুরী, এটে বা বিচিকলা, বারি কলা-১, মেহেরসাগর, চোয়ালপাউশ, আনাজী।
» আম - ল্যাংড়া, গোপালভোগ, মোহনভোগ, মহানন্দা।
» পেয়ারা - বারি-৪, কাজি।