শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম-
A উপসর্গ
B প্রত্যয়
C পদাণু
D পদ
Solution
Correct Answer: Option D
পদ বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ:
- শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে পদ বলা হয়।
- বাক্যে ব্যবহৃত শব্দ বা পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা যায়। এই শ্রেণিবিভাগ বাক্যে প্রয়োগের ভিত্তিতে নির্ধারিত।
- শ্রেণিগুলো হলো:
১. বিশেষ্য
২. বিশেষণ
৩. সর্বনাম
৪. ক্রিয়া
৫. ক্রিয়াবিশেষণ
৬. অনুসর্গ
৭. যোজক
৮. আবেগ।