কোন কারকে ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই?

A অপাদান কারক 

B কর্ম কারক

C সম্বন্ধ কারক

D অধিকরণ কারক

Solution

Correct Answer: Option C

যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে। এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ। এ কারকে শব্দের সঙ্গে ‘র’, ‘এর’, ‘কার’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন:
- ফুলের গন্ধে ঘুম আসে না।
- তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions