Solution
Correct Answer: Option D
- কোন তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তির পরিমাণ এবং ইঞ্জিন দ্বারা শোষিত মোট তাপশক্তির পরিমাণের অনুপাতকে ইঞ্জিনের দক্ষতা বলে।
- একটি ডিজেল তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা ৬০% বলতে বোঝায়, ইঞ্জিনটিতে ১০০% শক্তি সরবরাহ করলে আমরা তা থেকে ৬০% শক্তি পাই।