জিঙ্ক সালফেট ও কপার সালফেট লবণের দ্রবণ সহযোগে তৈরি যে ব্যাটারি বাসে-ট্রাকে ব্যবহৃত হয় তাকে কী বলে?
A ড্রাই সেল
B জিঙ্ক সেল
C জ্যানিয়েল সেল
D কপার সেল
Solution
Correct Answer: Option A
- কপার সালফেট দ্রবণ ও জিংক সালফেটের দ্রবণের সহযোগে তৈরি হয় ড্রাইসেল।
- এটি বাস ও ট্রাকে ব্যবহৃত হয়।
- ড্রাইসেলে অ্যানোড হিসেবে জিংক এবং ক্যাথোড হিসেবে গ্রাফাইট দন্ড ব্যবহৃত হয়।
- আর বিদ্যুৎ উত্তেজক হিসেবে NH4cl এর পেস্ট ব্যবহার করা হয়।