Solution
Correct Answer: Option D
- আইসো অকটেন (Iso-octane) এর অকটেন সংখ্যা ১০০।
- অকটেন সংখ্যা মূলত তেল বা জ্বালানির গুণমানের একটি সূচক, যা নির্ধারণ করে তেলটি ইঞ্জিনে কতটা কম্প্রেশন সহ্য করতে পারে।
- আইসো অকটেনকে অকটেন সংখ্যার মান হিসাবে ধরা হয় কারণ এটি খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং কম্প্রেশন গতি ও ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার আগেই এর স্ফুলিঙ্গের আশঙ্কা কম।
- অন্যদিকে, প্রাথমিক জ্বালানির মান যেমন ন্যাপথা বা পেট্রোলের অকটেন সংখ্যা আইসো অকটেনের সাথে তুলনা করে মূল্যায়ন করা হয়।