"রক্ষা" শব্দের "ক্ষ" যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
A ক্+খ
B খ্+ষ
C হ্+ম
D ক্+ষ
Solution
Correct Answer: Option D
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলোঃ
- ঞ্ + চ = ঞ্চ
- ষ্ + ণ = ষ্ণ
- ক্ + ষ্ + ম = ক্ষ্ম
- হ্ + ম = হ্ম
- ঞ্ + ছ = ঞ্ছ