বহির্দহ ইঞ্জিনে জ্বালানিকে পোড়ানো হয় ইঞ্জিনের-
Solution
Correct Answer: Option B
- যে ইঞ্জিনের জ্বালানি ইঞ্জিনের বাইরে সম্পন্ন হয় তাকে বহিদহ ইঞ্জিন বলে।
- যেমন বাষ্পীয় ইঞ্জিন।
অন্যদিকে,
- যে ইঞ্জিনের জ্বালানি ইঞ্জিনের মূল অংশের ভিতরে ঘটে তাকে অর্ন্তদহ ইঞ্জিন বলে।
- পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিন হলো অর্ন্তদহ ইঞ্জিন।