কোন প্রবাদ প্রবচন দ্বারা 'ক্ষণস্থায়ী' বুঝায়?
A জলের রেখা, খালের পিরীতি
B ঝাল মরিচের লাল চামড়া
C ভীষ্মের প্রতিজ্ঞা
D মধুরেণ সমপয়তে
Solution
Correct Answer: Option A
» ঝাল মরিচের লাল চামড়া- দুর্জনের সুন্দর আকৃতি,
» ভীষ্মের প্রতিজ্ঞা- দৃঢ় প্রতিজ্ঞা,
» মধুরেণ সমপয়তে- মিষ্টি দিয়ে শেষ করা।