ব্যাঙ্গাত্মক মনোভাব বুঝাতে বাক্যের মধ্যে কোন চিহ্ন বসে?
A সেমিকোলন
B বিস্ময় চিহ্ন
C প্রশ্নবোধক চিহ্ন
D উদ্ধৃতি চিহ্ন
Solution
Correct Answer: Option C
ব্যাঙ্গাত্মক মনোভাব বুঝাতে বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন- আপনার মতো জনদরদি(?) নেতা অনেক দেখেছি। এছাড়াও বাক্যে কোনো প্রশ্ন করলে অথবা সন্দেহ বা সংশয় বোঝাতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়।