দুটি নাম বিশেষ্যের সংযোজনে কোন চিহ্ন বসে?

A সেমিকোলন

B ইলেক

C হাইফেন

D ড্যাস

Solution

Correct Answer: Option C

দুটি নাম বিশেষ্যের সংযোজনে হাইফেন (-) বসে। যেমনঃ নজরুল-রবীন্দ্রনাথের রচনাবলি পড়া প্রয়োজন। এছাড়াও কোনো কোনো উপসর্গের পরে উল্লেখযোগ্য ঘটনার সাথে স্থানের নামের সংযুক্তিতে, কোনো বর্ণ অন্য বর্ণের সাথে সম্পর্কিত হলে সেক্ষেত্রে হাইফেন (-) ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions