A Switches connected in series
B MOS transistors connected in series
C Switches connected in parallel
D Amplifier connected between two adders
Solution
Correct Answer: Option C
OR Gate-এ দুই বা দুইয়ের অধিক Input এবং একটি output থাকে । OR Gate এর যে কোন একটি Input ১ হলে Output ১ হবে , অন্যথায় o হবে ।
ধরি,
- দুটি Input A ও B .যে কোন একটি Input ১ হলে আউটপুট ১ হবে তাহলে, A=0, B=১ অথবা ,A=১ ,B =০ তাহলে এদের Output =১ হবে ।
আবার, A=১ , B=১ আউটপুট ১ হবে।
কিন্তু দুইটা Input এর কোনটাই ১ না হলে ,অর্থাৎ A =০ ,B=০ হলে আউটপুট o হবে ।
বুলিয়ান অ্যালজেবরা অনুযায়ী ,OR Gate এর সমকক্ষ একটি সমান্তরাল সুইচ বর্তনী থাকে ।
এই সমান্তরাল সুইচ বর্তনীর যে কোন একটি সুইচ অন করলে বাতি জ্বলবে