Solution
Correct Answer: Option C
টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর আছে ঠিক তেমনি ইন্টারনেট প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে ,যা IP(Internet Protocol) অ্যাড্রেস নামে পরিচিত ।IPV6 হল Internet Protocol এর সর্বশেষ সংস্করণ ।এটি ১২৮ বিটের একটি স্পেস যেখানে প্রায় ৩৪০ Undecillion অ্যাড্রেস থাকবে ।