নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? 

A নে + অন = নয়ন

B রাজ্‌ + নী = রাজ্ঞী

C তদ্‌ + রূপ = তদ্রূপ

D তদ্‌ + কাল = তৎকাল

Solution

Correct Answer: Option C

- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়।
- যেমন: তৎ+রূপ (ত্‌+র = দ্‌+র) = তদ্রূপ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions