'Persona-non-grata' কোন ভাষা থেকে গৃহীত?
A ফরাসী
B ল্যাটিন
C জার্মান
D পর্তুগিজ
Solution
Correct Answer: Option B
- 'Persona-non-grata' হল একটি ল্যাটিন ভাষার পদবন্ধ (phrase)।
- এর অর্থ হল "অবাঞ্ছনীয় ব্যক্তি" বা "অগ্রহণযোগ্য ব্যক্তি"।
- এই শব্দটি প্রাথমিকভাবে কূটনৈতিক পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়।