অনট্‌ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?

A অনটন

B ভোজন

C বণ্টন

D লণ্ঠন

Solution

Correct Answer: Option B

- অনট্‌ প্রত্যয় যোগে গঠিত শব্দসমূহ হলো এমন শব্দ, যেগুলোতে "অনট্‌" প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়।
- এই প্রত্যয় সাধারণত ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে।

উদাহরণসমূহ:
- √গম্ + অনট্ = গমন
অর্থ: যাওয়া বা চলা।

- √নী + অনট্ = নয়ন
অর্থ: চোখ।

- √শ্রু + অনট্ = শ্রবণ
অর্থ: শোনা।

- √দৃশ্ + অনট্ = দর্শন
অর্থ: দেখা।

- √ভুজ্ + অনট্ = ভোজন
অর্থ: খাওয়া।

- √স্মৃ + অনট্ = স্মরণ
অর্থ: মনে রাখা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions