ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পেয়ে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস কোনটি?
Solution
Correct Answer: Option D
- ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ বা ব্যাখ্যামূলক মধ্যপদ লোপ পেয়ে যে বহুব্রীহি সমাস হয়,তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে ।
যেমনঃ
- হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি,
- বিড়ালের মত চোখ যে নারীর = বিড়ালচোখী,
- চন্দ্রের ন্যায় সুন্দর যাত মুখ = চন্দ্রমুখ,
- মেঘের মত নাদ যার = মেঘনাদ,
- গজের মতো আনন = গজানন,
- সোনার মত উজ্জ্বল মুখ যার = সোনামুখী ইত্যাদি।