Solution
Correct Answer: Option C
- আমাজন বন আমাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের ৯টি দেশের অন্তর্ভুক্ত।
- আমাজন বন ৬০ ভাগ ব্রাজিলে, ১৩ ভাগ পেরুতে এবং বাকী অংশ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেন্স গায়ানাতে অবস্থিত।
- এ বনের আয়তন ৭০ লাখ বর্গ কি.মি.।
- ২০ ভাগ অক্সিজেন আসে এ বন থেকে। তাই আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়।