আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস?

A প্রায় ১০ শতাংশ

B প্রায় ৩০ শতাংশ

C প্রায় ২০ শতাংশ

D প্রায় ৪০ শতাংশ

Solution

Correct Answer: Option C

- আমাজন বন আমাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের ৯টি দেশের অন্তর্ভুক্ত।
- আমাজন বন ৬০ ভাগ ব্রাজিলে, ১৩ ভাগ পেরুতে এবং বাকী অংশ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেন্স গায়ানাতে অবস্থিত।
- এ বনের আয়তন ৭০ লাখ বর্গ কি.মি.।
- ২০ ভাগ অক্সিজেন আসে এ বন থেকে। তাই আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions