Solution
Correct Answer: Option C
Monostable 555 টাইমারের দুটি স্টেট থাকে:
১) Stable state (যেখানে আউটপুট লো থাকে)।
২) Astable state (যেখানে আউটপুট হাই থাকে)।
এই টাইমারের মূল কাজ হলো, এটি একটি ট্রিগার সিগন্যাল পেলে একটি নির্দিষ্ট সময়ের জন্য আউটপুট হাই অবস্থায় চলে যায় এবং তারপর আবার লো অবস্থায় ফিরে আসে।