কত সালের আদমশুমারি থেকে মগ উপজাতি 'মারমা' নামে পরিচিত হয়?
A ১৯৫০
B ১৯৬১
C ১৯৭৪
D ১৯৯১
Solution
Correct Answer: Option B
মগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাহাড়ি এলাকায় মারমা এবং সমতলে রাখাইন নামে পরিচিত। এরা মঙ্গোলীয় উপজাতি নামে পরিচিত। ১৯৬১ সালের আদমশুমারি থেকে মগ উপজাতি 'মারমা' নামে পরিচিত হয়।