'তোমরা যা খুশি করো, আমি বিদায় হলাম'- এটি কোন কালের উদাহরণ?
A সাধারণ অতীত
B বর্তমান অনুজ্ঞা
C ঘট্মান বর্তমান
D ঘটমান ভবিষ্যৎ
Solution
Correct Answer: Option A
যে ক্রিয়া অতীত কালে সাধারণভাবে সংঘটিত হয়েছে অর্থাৎ বর্তমান কালের পূর্বে সংঘটিত হয়েছে , তাকে সাধারণ অতীত কাল বলা হয়। যেমন :
আমি কাজটি করলাম।
আমি খেলা দেখে এলাম।
এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে ইত্যাদি।