- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর, ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে।
- এই সরকার ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে যা আনুষ্ঠানিকভাবে ১৭ এপ্রিল মুজিবনগরে অধ্যাপক এম. ইউসুফ আলী পাঠ করেন।
- এই ঘোষণাপত্র ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে কার্যকর বলে ঘোষিত হয়।
- এই ঘোষনাপত্রে ৪জন ব্যক্তির নাম ছিল। তারা হলে- জেনারেল ইয়াহিয়া খান, শেখ মুজিবর রহমান, সৈয়দ নজরুল ইসলাম ও অধ্যাপক এম ইউসুফ আলী। এদের মধ্যে শেষের ৩ জন ছিলেন আওয়ামীলিগের নেতা।