'হানাদার বাহিনী পুড়িয়ে দেওয়ার ফলে শূন্য বাড়িটা খাঁ খাঁ করছে । --খাঁ খাঁ -এর ব্যাকরণিক অভিধা --
A ধ্বন্যাত্মক ধাতু
B ধ্বন্যাত্মক বর্ণ
C ধ্বন্যাত্মক অব্যয়
D ধ্বন্যাগম
Solution
Correct Answer: Option C
যে সকল অব্যয় কোনো শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকে অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন: শোঁ শোঁ (বাতাসের ধ্বনি), রুম্ঝুম্ (নূপুরের আওয়াজ) ইত্যাদি।