ওয়াঘা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
Solution
Correct Answer: Option B
ওয়াঘা একটি গ্রাম যেটি সীমান্ত পারাপার করার রাস্তা , পণ্যের ট্রানজিট টার্মিনাল ও ভারত ও পাকিস্তানের মধ্যের একটি রেল স্টেশনের কাছাকাছি অবস্থিত। এটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে ভারত পাঞ্জাবের, অমৃতসর শহর এবং পাকিস্তান পাঞ্জাবে্র, লাহোর শহর দুটিকে যোগ করছে। ওয়াঘা সীমান্ত থেকে লাহোর ২৪ কিলোমিটার (১৫ মাইল) ও অমৃতসর ৩২কিমি(২০ মাইল) দূরে অবস্থিত এবং সীমান্তবর্তী গ্রাম আত্তারি.থেকে এটি ৩কিমি(১.৯মাইল) দূরে অবস্থিত।