বাংলার প্রাচীনতম বন্দের নাম?

A সমন্দর

B চন্দ্রকেতুগড়

C গঙ্গারিডই

D তাম্রলিপ্ত

Solution

Correct Answer: Option D

প্রাচীন মানব বসতিস্থল তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত এর অবস্থান ছিল গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে পড়েছে তার কাছে। গ্রিক পণ্ডিত টলেমির মানচিত্রে "তমলিটিস" রূপে তাম্রলিপ্তির উল্লেখ্য রয়েছে। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions