দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি ,দশকের অঙ্ক =ক
অতএব,এককের অঙ্ক =(ক+৩)
অতএব, সংখ্যাটি =১০ক+ক+৩=১১ক+৩
প্রশ্নমতে,
১১ক+৩=(ক+ক+৩)×৩+৪
বা,৫ক=১০
অতএব ,ক=২
অতএব , সংখ্যাটি ১১×২+৩=২৫