পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে ‘গোল্ডেন ট্রায়েঙ্গেল’ বলা হয়?
A মিয়ানমার, থাইল্যান্ড ও চীন
B মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
C মিয়ানমার, আফগানিস্তান ও কম্বোডিয়া
D ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
Solution
Correct Answer: Option B
- মিয়ানমার, থাইল্যান্ড ও লাওসের সীমান্ত যেখানে মিলিত হয়, সেই স্থানটি 'গোল্ডেন ট্রায়েঙ্গেল' নামে পরিচিত।
- এই অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ পপি চাষ ও আফিম উৎপাদন হচ্ছে।
- এই অঞ্চলের উষ্ণ আবহাওয়া ও পাহাড়ি ভূখণ্ড পপি চাষের জন্য অনুকূল।
- দারিদ্র্য, দুর্নীতি, এবং দুর্বল আইন প্রয়োগকারী সংস্থার কারণে এই অঞ্চলে অবৈধ পপি চাষ নিয়ন্ত্রণ করা কঠিন