নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গ?

A ছাড়া

B পেছনে

C দিয়ে

D বাবদ

Solution

Correct Answer: Option C

ক্রিয়াপদ থেকে যে অনুসর্গ গঠন করা হয়েছে তাকে 'ক্রিয়াজাত অনুসর্গ' বলে। যেমন- দিয়ে, হতে, থেকে, চেয়ে, করে, ধরে ইত্যাদি। 
উদাহণঃ 
- ভালো করে পড়াশোনা কর, 
- মন দিয়ে লেখাপড়া করো ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions