ঐতিহাসিক ম্যাগনাকার্টা কবে স্বাক্ষরিত হয়?
A ১৫ জুন ১২১৫
B ১৫ জুন ৯১৫
C ১৫ জুন ১০১৫
D ১৫ জুন ৮১৫
Solution
Correct Answer: Option A
'ম্যাগনা কার্টা হল রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল যা ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে। বাংলাদেশের ঐতিহাসিক ৬ দফাকে ম্যাগনা কার্টা চুক্তির সাথে তুলনা করা হয়।