২০১৫ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পেয়েছেন কে ?

A    টমাস লিনডল,পল মডরিচ,আজিজ স্যানকার

B    উইলিয়াম ক্যাম্পবেল‬,সাতোশি উমুরো‬,‎তাকাকি কাজিতা‬

C    তাকাকি কাজিতা‬,আর্থার ম্যাকডোনাল্ড

D    সাতোশি উমুরো‬,‎তাকাকি কাজিতা,ইউইউ তু‬

Solution

Correct Answer: Option A

 

ক্ষতিগ্রস্ত কোষে ডিএনএ কীভাবে মেরামতের কাজ করে সেটি আবিষ্কারের জন্য ২০১৫ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। এই তিন বিজ্ঞানী হলেন সুইডেনের টমাস লিন্ডাল, যুক্তরাষ্ট্রের পল মডরিচ ও তুর্কি বংশোদ্ভূত আমেরিকান আজিজ স্যানকার। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions