Correct Answer: Option C
- বাংলা বর্ষপঞ্জি , যা সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত হয়, তাতে অধিবর্ষের ধারণা দেখা যায় না।
- পরবর্তীতে বাংলাদেশে বাংলা একাডেমি কর্তৃক প্রস্তুতকৃত নতুন।
- বাংলা বর্ষপঞ্জিতেও গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসরণে ফেব্রুয়ারি মাসের সমসাময়িক বাংলা মাসে, সাধারণত ফাল্গুন মাসে, প্রতি চার বছর পর পর একবার অতিরিক্ত একটি দিন গণনা করা হয়।
- তবে ভারতে ও বাংলাদেশের হিন্দুগণ ধর্মীয় কারণে এই রীতি অনুসরণ করেন না। সনাতনী বাংলা বর্ষপঞ্জিতে অধিবর্ষ একটু জটিল নিয়মে আসে।
জেনে রাখুন:
- বাংলা সনের প্রবর্তক: মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর।
- সম্রাট আকবর ১৫৮৪ সালে বাংলা সাল চালুর নির্দেশনা জারি করেন। তবে এর কার্যকারিতা দেখানো হয় ১৫৫৬ সালের ৫ নভেম্বর থেকে(আকবরের সিংহাসনে আরোহণের তারিখ)
- বাংলা লিপ ইয়ার বা অধিবর্ষ: ফাল্গুন মাসে।
বাংলা কোন মাসে কতদিনে:
বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন - ৩১ দিন।
কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, চৈত্র - ৩০ দিন।
ফাল্গুন - ২৯ দিন(লিপ ইয়ার হলে ৩০দিন)
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions