সংযুক্ত তহবিল এর কথা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
Solution
Correct Answer: Option B
সংযুক্ত তহবিল এর কথা আছে সংবিধানের ৮৪ নং অনুচ্ছেদে। এতে বলা আছে - 'সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং কোন ঋণ পরিশােধ হইতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ একটিমাত্র তহবিলের অংশে পরিণত হইবে এবং তাহা “সংযুক্ত তহবিল” নামে অভিহিত হইবে।'