নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

A নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব

B অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি

C ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা

D রানি, বিকিরণ, দুরতিক্রম্য

Solution

Correct Answer: Option A

অপশন ক) এর সবগুলো বানানই অশুদ্ধ। 
বানান গুলোর শুদ্ধরূপ : নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব।

অন্য অপশনে থাকা অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
খ)  অনুর্বর
গ) ভুঁড়িওয়ালা

অন্য সবগুলো বানানই শুদ্ধ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions