লক্ষ্যার্থ ও বাচ্যার্থ অতিক্রম করে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে শব্দের কি বলে?
A বাচ্যার্থ
B লক্ষ্যার্থ
C ব্যঙ্গার্থ
D অন্যার্থ
Solution
Correct Answer: Option C
লক্ষ্যার্থ ও বাচ্যার্থ অতিক্রম করে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে শব্দের ব্যাঙ্গার্থ বলে। যেমন- তিনি গতকাল মহাযাত্রা করলেন'। এখানে 'মহাযাত্রা' বলতে মহাসমারোহে যাত্রা না বুঝিয়ে 'মৃত্যু'কে বুঝিয়েছে।