বাংলাদেশের মোট আবাদয্যেগ্য জমির পরিমাণ প্রায় কত?

A ৮৮,২৯,২৬৬ হেক্টর

B ৭৮,২৯,২৬৬ হেক্টর

C ২ কোটি একর

D ২ কোটি ২৫ লক্ষ একর

Solution

Correct Answer: Option A

এক নজরে বাংলাদেশ কৃষি পরিসংখ্যান (২০২২)

মোট পরিবার/খানা- ৩,৫৫,৩৩,১৮০
মোট কৃষি পরিবার/খানা- ১,৬৫,৬২,৯৭৪
কৃষি বর্হিভূত পরিবার/খানা- ১,৮৯,৭০,২৬০
মোট আবাদযোগ্য জমি- ৮৮,২৯,২৬৬ হেক্টর
মোট সেচকৃত জমি- ৭৮,৭৮,৬৭৮ হেক্টর
আবাদযোগ্য পতিত- ৪,৩১,৩৮৬ হেক্টর
ফসলের নিবিড়তা (%)- ১৯৮%
এক ফসলি জমি- ২১,১০,৮০০ হেক্টর
দুই ফসলি জমি- ৪১,২৫,২৮৮ হেক্টর
তিন ফসলি জমি-১৮,৬৬,৭৮০ হেক্টর
চার ফসলি জমি- ২২,৬৬২ হেক্টর
নিট ফসলি জমি- ৮১,২৬,৩৪০ হেক্টর
মোট ফসলি জমি- ১,৬০,৫৬,৮১৬ হেক্টর
জিডিপিতে কৃষি খাতের অবদান- ১১. ৫২ (চলতি মুল্যে ২০২১-২২)
কৃষিতে নিয়োজিত জনশক্তি- ২,৪৬,৯৩,০০০

উৎসঃ কৃষি ডাইরি ২০২৩
তথ্যসূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions