Solution
Correct Answer: Option D
- পুরনো ঢাকার আরমানিটোলা এলাকায় তারা মসজিদ অবস্থিত।
- মসজিদটি নির্মাণ করেন মির্জা গোলাম পীর (মির্জা আহমেদ খান)।
- তাই মসজিদটি মির্জা সাহেবের মসজিদ বলেও অভিহিত হয়ে থাকে।
- পরবর্তী ১৯২৬ সালে আলীজান বেপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটির সংস্কার করেন।
- আলীজান বেপারী বহু অর্থ ব্যয়ে মসজিদটিকে অলঙ্কৃত করেন, বিশেষ করে সমস্ত মসজিদটি তারকাখচিত করেন।
- এ কারণে মসজিদটির বর্তমান নাম তারা মসজিদ।
- এটির আরোও প্রচলিত নাম মির্জা গোলাম পীর বা সিতারা মসজিত বলে।
সোর্সঃ বাংলাপিডিয়া