Solution
Correct Answer: Option A
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ হলেও দুটি দেশ জাতিসংঘের সদস্য নয়, তবে স্থায়ী পর্যবেক্ষক দেশ।
- সেই দুটি দেশ হলো প্যালেস্টাইন (ফিলিস্তিন) এবং ভ্যাটিকান সিটি (হোলি সি)।
- ২০১২ সালের ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্যালেস্টাইনকে "নন-মেম্বার অবজার্ভার স্টেট" বা সদস্যহীন স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রদান করে।
- স্থায়ী পর্যবেক্ষক দেশগুলো জাতিসংঘের সাধারণ পরিষদের সবাই কথা বলার সুযোগ পায় কিন্তু তাদের কোনো ভোটাধিকার বা ভোট দেওয়ার ক্ষমতা নেই।
- অপশনে উল্লেখিত পূর্ব তিমুর এবং মোনাকো জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র, আর ম্যাকাও হলো চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।