উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে 'আ' কে কী বলে?
A সংবৃত স্বরধ্বনি
B বিবৃত স্বরধ্বনি
C সম্মুখ স্বরধ্বনি
D পশ্চাৎ স্বরধ্বনি
Solution
Correct Answer: Option B
- সংবৃত: যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবর সংকুচিত হয় তাকে সংবৃত স্বরধ্বনি বলে।
যথা: ই, উ।
- বিবৃত: যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবর বিবৃত বা প্রসারিত হয় তাকে বিবৃত স্বরধ্বনি বলে।
যথা: আ।