'অতি ভক্তি চোরের লক্ষণ' বাক্যটির 'অতি' শব্দটি-
A নাম বিশেষণ
B বিশেষ্যের বিশেষণ
C ভাব বিশেষণ
D ক্রিয়া বিশেষণ
Solution
Correct Answer: Option B
- যে বিশেষণ পদ কোন বিশেষ্য পদকে বিশেষিত করে, তাকে বিশেষ্যের বিশেষণ বলে।
- অতিভক্তি চোরের লক্ষণ।
- এখানে "অতি" বিশেষ্য "ভক্তি"কে বিশেষিত করছে। তাই এখানে অতি হচ্ছে বিশেষ্যের বিশেষণ।