কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান?
Solution
Correct Answer: Option A
- বাংলা সহ ১৯৮ টি লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি হতে।
- সম্রাট অশোক তার অধিকাংশ লিপি লেখেন ব্রাহ্মী লিপিতে।
- তবে ব্রাহ্মী লিপি থেকেই মধ্য ভারতীয় লিপি ও পূর্বী লিপির উৎপত্তি।
ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছেঃ
- সারদা,
- নাগর ও
- কুটিল।