বাংলাদেশের কোন বিভাগের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই?

A খুলনা বিভাগের সাথে

B বরিশাল বিভাগের সাথে

C ঢাকা বিভাগের সাথে

D (B)+(C)

Solution

Correct Answer: Option D

ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলে। রাজ্যগুলো হল - আসাম ,ত্রিপুরা ,মেঘালয় ,মনিপুর ,মিজোরাম , অরুণাচল ও নাগল্যান্ড ।
বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য; 
- পূর্বে- ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মায়ানমার; 
- দক্ষিণে বঙ্গোপসাগর এবং 
- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

♦ বাংলাদেশের সাথে ভারতের ৫ টি রাজ্যের সীমানা রয়েছে। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ।
 
♦ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্স রাজ্য— ৪টি (আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা)।
 
♦ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা ৯ টি। যথা- মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions